ডেনমার্কে কোরআন অবমাননা | আল ইসলামি খেলাফত

টাইটেল: ডেনমার্কে কোরআন অবমাননা | আল ইসলামি খেলাফত

          ছবি: আল জাজিরা
ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের বাইরে পবিত্র কোরআন পুড়িয়েছে উগ্রপন্থী একটি গ্রুপ। প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বাগদাদসহ ইরাকের বিভিন্ন শহর। শুক্রবার (২১ জুলাই) ইরাকি দূতাবাসের বাইরে কোরআন পোড়ায় উগ্র ডানপন্থি গ্রুপ- ডানস্কে প্যাট্রিওটার।


বৃহস্পতিবার বাগদাদে সুইডেনের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার প্রতিবাদে এ কার্যক্রম চালানো হয় বলে জানায় সংগঠনটি। এসময় সাম্প্রদায়িক প্ল্যাকার্ড বহন ও ইসলামবিরোধী স্লোগান দিয়ে ইরাকের পতাকা পোড়াতে দেখা যায় তাদের।

কোপেনহেগেনে কোরআন অবমাননার ঘটনার পর আবারও বিক্ষোভ হয়েছে বাগদাদে। সুরক্ষিত গ্রিনজোনে ডেনমার্ক ছাড়াও বেশ কয়েকটি দেশের দূতাবাসের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধরা। স্লোগান দিতে দেখা যায় শিয়া নেতা মুক্তাদা আল সদরের পক্ষে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ।

এর আগে সুইডেনে ইরাকি বংশোদ্ভুত এক শরণার্থীর কোরআন পোড়ানোকে কেন্দ্র করে বিক্ষোভ হয় মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে। পরপর দু'বার ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনার জেরে বহিষ্কার হন ইরাকে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। 

সূত্র: আল জাজিরা 

Post a Comment

Previous Post Next Post

Contact Form