ইম্ফল: প্রথমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ৷ তার উপর বিবস্ত্র করে দুই মহিলাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একদল পুরুষ৷ তার মধ্যেও দুই মহিলাকে ক্রমাগত হেনস্থা ও শারীরিক নির্যাতন চলছে৷
অশান্ত মণিপুরের এমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ ঘটনা যে সত্যি, তা বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, ঘটনাটি প্রায় দু মাস আগের৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মণিপুরের কাংগপোকপি জেলায় গত ৪ মার্চ এই ঘটনা ঘটেছিল৷ রাজধানী ইম্ফল থেকে ওই এলাকাটি প্রায় ৩৫ কিলোমিটার দূরে৷ আদিবাসীদের সংগঠন আইটিএলএফ অভিযোগ করেছে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয় ওই দুই নির্যাতিতাকে৷ শিউরে ওঠার মতো এই ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, ঘটনার পর প্রায় দু মাস কেটে গেলেও কেন অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না পুলিশ৷ ভিডিও ভাইরাল হওয়ায় দুই নির্যাতিতার পরিচয়ও ফাঁস হয়ে গিয়েছে।
