পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোঃ সায়েদ আল ইসলাম। এ সময় সুইডেন ও ডেনমার্ক সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানান বিক্ষোভকারীরা। এসময় ডেনমার্কেও ধর্মগ্রন্থের অবমাননা ইস্যুতে সমালোচনা করেন মোঃ সায়েদ আল ইসলাম। ইসলামী রাজনৈতিক সংস্থা আল ইসলামি খেলাফত।
মূলত, মোঃ সায়েদ আল ইসলাম আল ইসলামি খেলাফত ও আল ইসলামি পার্টির প্রেসিডেন্ট। তাতে তিনি দাবি করেন যে সুইডেন ও ডেনমারক এর রাষ্ট্রদূত কে বরখাস্ত করা হোক। অন্যান্য মুসলিম দেশকেও একই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি, সুইডেন থেকে বাংলাদেশের সব কূটনীতিককে ফিরিয়ে আনার দাবিও তোলা হয়।
একদিন আগেই, ডেনিশ বিরোধী নেতা রাসমুস পালুদান এবং তার ৯ সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক। গত একমাস ধরেই পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ইস্যুতে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। তারই অংশ হিসেবে বিক্ষোভ ছড়ালো বাংলাদেশেও
আল ইসলামি খেলাফত/মোঃ সায়েদ আল ইসলাম/আল ইসলামি পার্টি
